
ছবি: সংগৃহীত।
২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’ স্মরণে চলতি বছরের ১৮ জুলাই রাত ৯টায় সারা দেশে এক মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে।
বুধবার রাতে এক ফেসবুক পোস্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ‘জুলাই পুনর্জাগরণ’ নামক স্মরণ অনুষ্ঠানটির সময়সূচি ঘোষণা করেন। পোস্টে জানানো হয়, আন্দোলনের স্মারক হিসেবে এদিন এক মিনিটের প্রতীকী ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কার্যকর করা হবে।
এই প্রতীকী কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৮ জুলাই রাত ৯টায় হঠাৎ দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।
নুসরাত