ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুলাই স্মরণে তৃতীয় পোস্টার প্রকাশ

প্রকাশিত: ১১:৩২, ৩ জুলাই ২০২৫

জুলাই স্মরণে তৃতীয় পোস্টার প্রকাশ

ছ‌বি: সংগৃহীত

জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা ও খ্যাতনামা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’- এর অংশ হিসেবে মোট দশটি পোস্টার এঁকেছেন।

এই পোস্টারগুলোতে উঠে এসেছে কেন ‘জুলাই’ একটি অনিবার্য ঘটনা হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী ঘটেছিল। প্রতিটি পোস্টারই ইতিহাসের একটি নির্দিষ্ট অধ্যায়কে চিত্রের মাধ্যমে তুলে ধরেছে।

প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হচ্ছে। আজ প্রকাশ করা হলো এই ধারাবাহিকের তৃতীয় পোস্টারটি।

সংশ্লিষ্টরা বলছেন, এই পোস্টারগুলো শুধুমাত্র শিল্পকর্ম নয়—এগুলো ‘জুলাই’-এর ইতিহাস ও চেতনার গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এম.কে.

×