
জনসভা সফল করতে গংগাচড়ায় স্বাগত মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলা আমির নায়েবুজ্জামান নায়েব বলেছেন, জামায়াত এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ৪ জুলাইয়ের জনসভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনে নতুন গতি আনবে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা স্কুল মাঠে ৪ জুলাইয়ের জনসভা সফল করতে গংগাচড়ায় স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। রংপুরের গংগাচড়া উপজেলার ডাকবাংলো চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাক্বওয়া জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
গংগাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মো. মনিচুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান।
রায়হান সিরাজী বলেন, জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের আন্দোলন চলবে। রংপুরের জনসভা গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মাওলানা শোয়াইবুর রহমান, জামায়াত নেতা আব্দুল হালিম, আসাদুল ইসলাম প্রমুখ।
সায়মা ইসলাম