ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

টকশোতে শহিদুল ইসলাম বাবুল

“যতই গুম-খুন-অন্যায় করুক, তারপরও কিছু লোক বলবে আপা নিষ্পাপ”

প্রকাশিত: ২১:৪০, ৩ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪৫, ৩ জুলাই ২০২৫

“যতই গুম-খুন-অন্যায় করুক, তারপরও কিছু লোক বলবে আপা নিষ্পাপ”

ছবি: সংগৃহীত।

শেখ হাসিনা সরকার যতই গুম, খুন ও অন্যায় করুক না কেন, আওয়ামী লীগের অনেক অনুসারী এখনও তাকেই নিষ্পাপ মনে করে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের অনেকে মনে করে, তাদের আপা (শেখ হাসিনা) কোন অন্যায় করেন না, তিনি পুতপবিত্র। যত মানুষ মারা যাক না কেন, তারা ভাবেন তাদের নেত্রীর উপর অন্যায় হচ্ছে। অথচ এই সংখ্যা কম না, যাদের জীবন গেছে। এগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যাবে না।”

গণতন্ত্রের সংজ্ঞা তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র মানেই মত, দ্বিমত, বহুমত এবং ঐক্যমত। সব দলের একই মত হলে আলাদা দলের প্রয়োজন পড়ত না। ভিন্নমত থাকবেই। কিন্তু এবারের যে রাজনৈতিক ঐক্যমত গঠিত হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল।”

তিনি দাবি করেন, বর্তমান সময়ে অধিকাংশ রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ বহু সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছে। তিনি বলেন, কেয়ারটেকার সরকার ইস্যুতে স্থায়ী সমাধানসহ সংবিধানে সংযোজনের ব্যাপারে একমত হয়েছে সকল পক্ষ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নারী আসন সংখ্যা বৃদ্ধিসহ বহু বিষয়ে ঐক্য গড়ে উঠেছে।

শহিদুল বাবুল বলেন, “সংস্কার নিয়ে যারা মুখে বুলি দেয়, তারাই বাস্তবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তারা ক্ষমতার ভোগে মত্ত হয়ে গেছে এবং এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। যে সংস্কারের কথা বলছে, তারাই আজ জনগণের আস্থা হারিয়েছে।”

বিএনপির বক্তব্য স্পষ্ট করে তিনি বলেন, “আমরা দলীয় সরকারের অধীনে নয়, কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে সব পক্ষ সমানভাবে কথা বলতে পারে।”

তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, “ভোটকে আপনারা এত ভয় পান কেন? যদি সত্যিই মানুষের সমর্থন থাকে, তবে ভোটে প্রমাণ দিন। সংস্কারের কথা বললে বাস্তব সংস্কার করুন। মানুষ বিচার চায়, সমান অধিকার চায়, প্রপাগান্ডা নয়।”

টকশোর এক পর্যায়ে তিনি ফেসবুক-গুগল প্রপাগান্ডার বিষয় তুলে ধরেন এবং অভিযোগ করেন যে বিএনপি ও বিরোধী পক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। “আমরা ভুল করি না বলছি না। কিন্তু আপনারা বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগের কেউ অন্যায় করে না? এগুলো মানুষ বিশ্বাস করে না। তারা বুঝে গেছে,” — বলেন তিনি।

নুসরাত

×