ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

উমামা ফাতিমা

"জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি নয়"

প্রকাশিত: ২২:১৯, ৩ জুলাই ২০২৫

ছবিঃ সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্কের প্রেক্ষিতে স্পষ্ট বার্তা দিয়েছেন জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম নেত্রী উমামা ফাতিমা। এক সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেন, "জুলাই ঘোষণাপত্র কারও বাপের সম্পত্তি নয়।"

তিনি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে আরও বলেন, “সবাই ভাবছে, জুলাই তাদের নিজস্ব সম্পত্তি, কিন্তু আসলে তা নয়। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা এখনও বাস্তব থেকে অনেক দূরে।”

তিনি আরও বলেন, “জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। আগামী ১০ বা ২০ বছরে যদি কোনো পরিবর্তন না আসে, তবে জুলাই এই দেশে টিকবে না। আমরা আবার ফিরে যাবো ৭১-এ।”

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র কাদের হাতে থাকবে, তার এখতিয়ার আর আমাদের হাতে নেই। এখন এটা শুধুই কিছু রাজনৈতিক দলের দখলে।”

তিনি আরও যুক্ত করেন, “বর্তমান সরকার কিছু দল নিয়ে একটি জাতীয় ঐক্যমতের কমিশন গঠন করেছে। তারা কিছু সংস্কার প্রস্তাব ঠিক করেছে, আর সেগুলোর ভিত্তিতেই জুলাইকে স্বীকৃতি দিতে চায়। কিন্তু এতে জনগণের কি ভূমিকা? জনগণ কি এতে প্রতিনিধিত্ব করতে পারছে?”

তার মতে, “জুলাই কেবল কাগজে-কলমে স্বাক্ষর করা কোনো দলিল না, বরং এটা সাধারণ মানুষের, রিকশাওয়ালা, চায়ের দোকানদার, পানের বিক্রেতা, মিরপুর ১০-এর হকার—সবার স্বপ্নের প্রতিফলন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের আবার রাস্তায় নামতে হবে।”

বক্তব্যের শেষে তিনি বলেন, “শুধু জুলাই ঘোষণাপত্র নয়, আমাদের নিজের জুলাইটা ফিরিয়ে আনতে হবে। এটা কেবল রাজনৈতিক ঘোষণাপত্র না—এটা জনগণের আন্দোলনের প্রতিচ্ছবি। আমাদের ইতিহাসের ব্যর্থতা হলো, এই স্বপ্নকে আমরা ধরে রাখতে পারিনি।”

আলীম

×