
ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমরা এমন একটি সনদ তৈরি করতে চাই, যেখানে ভবিষ্যতের আধুনিক ফেরাউন তৈরি না হয়, সেই বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে। আমরা সবাই রাস্তায় নেমেছিলাম। অনেকে নামতে পারেনি, কিন্তু তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। আমাদের বিপ্লবীদের সকল প্রকার সহিংসতার দায়মুক্তি দিতে হবে।”
তিনি বলেন, “আমরা জুলাইকে দেখি মূলত শহীদদের আকাঙ্ক্ষার মাধ্যমে। একজন শহীদ তার জীবনের শেষ শক্তি বিলিয়ে দিয়েছে এই জুলাই আন্দোলনের রাস্তায় নেমে। এজন্য আমরা বিশ্বাস করি, এই জুলাইয়ের যে স্বীকৃতি দরকার ছিল, জুলাই সনদ যে সময়টিতে দরকার ছিল, সে সময়টিতে আমরা পাইনি।”
তিনি আরও বলেন, “আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি। আজকের জুলাইকে আসলে আমরা চিন্তা করি একটা পিক হিসাবে—অন্যান্য বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেমেছে, অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থী এখানে শহীদ হয়েছেন। যারা মুসলিম চেতনা লালন করে এবং শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন, তাঁদেরও চেতনার প্রতিফলন এই সনদে থাকা উচিত। এটা আমাদের প্রত্যাশা।”
ফারুক