ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

জার্মানিতে ফেরার ফ্লাইটে উঠতে না পেরে ৪৫ তলা থেকে লাফ দিয়ে মুম্বাইয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫২, ৪ জুলাই ২০২৫; আপডেট: ০৫:৫৩, ৪ জুলাই ২০২৫

জার্মানিতে ফেরার ফ্লাইটে উঠতে না পেরে ৪৫ তলা থেকে লাফ দিয়ে মুম্বাইয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

জার্মানিতে অধ্যয়নরত এক ২২ বছর বয়সী ভারতীয় ছাত্র সোমবার (১ জুলাই) মুম্বাইয়ের গোরেগাঁওয়ের একটি বহুতল ভবনের ৪৫ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জার্মানিতে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে তিনি ফ্লাইটে উঠতে পারেননি, কারণ তার কাছে বাসস্থানের কাগজের কপি ছিল না।

মুম্বাই পুলিশের আরে কলোনি থানার মতে, ওই ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং জার্মানিতে পড়াশোনা করছিলেন। ছুটি কাটাতে সম্প্রতি তিনি ভারতের আন্দেরি এলাকায় নিজের পরিবারের কাছে এসেছিলেন। তার বাবা একটি বহুজাতিক সংস্থায় কর্মরত।

সোমবার সকালে পরিবারের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে বোর্ডিংয়ের সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মীরা তার কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখতে পান, তার বাসস্থানের অনুমতির (রেসিডেন্স পারমিট) কোনো হার্ড কপি নেই। যদিও সে মোবাইলে সফট কপি দেখান, কিন্তু সেটি গ্রহণযোগ্য হয়নি।

পুলিশ জানিয়েছে, ফ্লাইটে উঠতে না পারার কথা ওই যুবক তার পরিবারকে জানাননি। পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে রেখে বাসায় ফিরে যান। কিছুক্ষণ পরেই ওই যুবক একটি অটোরিকশা নিয়ে গোরেগাঁও ইস্টের উদ্দেশ্যে রওনা হন, যেখানে তার পরিবারের একটি খালি ফ্ল্যাট রয়েছে।

সেখানে গিয়ে তিনি অটোচালককে বলেন, ভাড়া দিতে খুচরা আনতে যাচ্ছেন। কিন্তু এরপর তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে ভবনের নিরাপত্তাকর্মীরা তার মরদেহ ভবনের নিচে পড়ে থাকতে দেখেন।

তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

আরে পুলিশ এই মৃত্যুকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে এবং এটি আত্মহত্যা ছিল কিনা, কিংবা তিনি মানসিক চাপে ছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রিফাত

আরো পড়ুন  

×