
ছবি: সংগৃহীত
জার্মানির ফ্রেই ইউনিভার্সিটি বার্লিনসহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নয়ন-সংশ্লিষ্ট স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার স্বপ্ন দেখছেন এমন উন্নয়নশীল দেশের পেশাজীবীদের জন্য খুলে গেছে DAAD EPOS স্কলারশিপ ২০২৬-এর আবেদনের সুযোগ। এই স্কলারশিপের আওতায় মাস্টার্স এবং কিছু ক্ষেত্রে পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ ফান্ডিং প্রদান করা হবে।
স্কলারশিপের সুবিধা:
-
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
-
মাসিক স্টাইপেন্ড: মাস্টার্স প্রোগ্রামের জন্য ৯৯২ ইউরো এবং পিএইচডি প্রার্থীদের জন্য ১,৩০০ ইউরো
-
স্বাস্থ্য, দুর্ঘটনা ও দায়বীমা
-
জার্মানিতে আসা-যাওয়ার বিমান ভাড়া
-
পরিবারসহ থাকার ব্যবস্থা (প্রযোজ্য ক্ষেত্রে)
প্রোগ্রামের ক্ষেত্রসমূহ:
-
অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন
-
উন্নয়ন সহযোগিতা
-
প্রকৌশল ও বিজ্ঞান
-
নগর ও আঞ্চলিক পরিকল্পনা
-
কৃষি ও বনবিদ্যা
-
পরিবেশ বিজ্ঞান
-
স্বাস্থ্য ও চিকিৎসা
-
আইন, মিডিয়া ও শিক্ষা
আবেদনের যোগ্যতা:
-
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
-
কমপক্ষে ২ বছরের পেশাগত অভিজ্ঞতা
-
একাডেমিকভাবে মেধাবী (শীর্ষ ৩০%)
-
উন্নয়নমূলক কাজে আগ্রহ এবং পড়াশোনা শেষে দেশে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি
-
ইংরেজি বা জার্মান ভাষার দক্ষতার প্রমাণ (প্রোগ্রামভেদে)
আবেদনের শেষ তারিখ:
প্রোগ্রামভেদে ৩১ আগস্ট ২০২৫ থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
আবেদনের লিংক: DAAD EPOS Scholarship
এই স্কলারশিপের মাধ্যমে জার্মানির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজ করার সুযোগ পাবেন সফল প্রার্থীরা। আগ্রহীরদের নির্দেশিকা ভালোভাবে পড়ে সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সাব্বির