ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ক্যাম্পাস বার্তার উচ্চারণ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

মো. তামিম হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা

প্রকাশিত: ০০:৩৯, ৪ জুলাই ২০২৫

ক্যাম্পাস বার্তার উচ্চারণ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

ছবি: জনকন্ঠ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল পত্রিকা ক্যাম্পাস বার্তার আয়োজনে উচ্চারণ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজের ডিগ্রি শাখার পরীক্ষা ভবনের মাল্টিপারপার্স হল রুমে এ আয়োজন করা হয়। ক্যাম্পাস বার্তার সদ্য বিদায়ী সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রশিক্ষক  ছিলেন বাংলাদেশ বেতার, কুমিল্লার উপ-বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোস, আবৃত্তি শিল্পী ও পরম্পরায় এর পরিচালক কাজী মাহতাব সুমন। 

কর্মশালায় উচ্চারণ আবৃত্তির গুরুত্ব, প্রাণায়াম, স্বর প্রক্ষেপণ, উচ্চারণ, আবৃত্তি ও সংগঠন করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন অতিথিরা। 

ক্যাম্পাস বার্তার নতুন সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী মোহাম্মদ ওমর ফারুক ও সাবেক নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন রাজু। কর্মশালা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মো. আরমান হোসেন, আবু সাঈদ, সীমা আক্তার, রাকিব হোসেন, তামিম হোসেন, আফরোজা আক্তার লিজা, মো. মিজানুর রহমান, জান্নাত চৌধুরীসহ ক্যাম্পাস বার্তার নতুন সদস্যরা। এ কর্মশালায় ৭০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। 

সমাপনী আলোচনায় বক্তারা বলেন, ভাষা ব্যবহারে উচ্চারণের গুরুত্ব অনস্বীকার্য। উচ্চারণ সুন্দর না হলে ভাষার শৈল্পিক লালিত্য ফুটে ওঠে না। কথা এমন এক মাধ্যম যার জাদুতে জয় করা যায় অনেক কিছু। কথা দিয়ে যেমন মানুষকে কাছে টানা যায় আবার কথার দ্বারাই দূরে ঠেলে দেওয়া সম্ভব। সব মানুষই সুন্দর করে কথা বলতে চায়। প্রমিত ভাষা জানা জরুরি। 

প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা করে ক্যাম্পাস বার্তা পত্রিকা। যা প্রতি দু'মাস পরপর সাময়িকী হিসেবে প্রকাশ হয়।

Mily

×