
ছবি: জনকণ্ঠ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 'জুলাই ৩৬ গেইট' এর উদ্বোধন করা হয়েছে। সিকৃবির ইতিহাসে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রেক্ষিতে নির্মিত প্রধান ফটক 'জুলাই ৩৬ গেইট' এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় পরিচালক, রেজিস্ট্রার, দপ্তর প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর ড. আলিমুল ইসলাম বলেন,‘জুলাই ৩৬ গেইট শুধুই একটি স্থাপনা নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রামের এক নীরব সাক্ষী। এ গেইট নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে, কীভাবে অধিকার আদায়ের আন্দোলনে মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।’ তিনি আরও বলেন,‘গেইটটির নাম 'জুলাই ৩৬' রাখা হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও আহত বীর সন্তানদের স্মরণে। এ নামের প্রতিটি অক্ষরে নিহিত আছে সংগ্রাম, প্রতিজ্ঞা ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।’
সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, ভাইস চ্যান্সেলরের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে গেইটটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
আবির