
চট্টগ্রামের পটিয়ায় ৯৯৯ এর ফোনকলে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে ৯ ফুট লম্বা এ অজগর সাপটি উদ্ধার করেছেন বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন বিজয় ও তার টিম। পরে সাপটি অবমুক্ত করা হয়।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জরুরি ফোনকলে অজগর সাপ লোকালয়ে আটকে রাখার বিষয়টি জানানো হয়। পরে উপজেলার রতনপুর এলাকার মোহাম্মদ বেলালের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে। সাপ ধরা পড়ার খবরে উৎসুক জনতা দেখতে ভিড় করে।
বন্য প্রাণী প্রেমী নাঈম উদ্দিন বিজয় জানিয়েছেন, তিনি ২০২০ সাল থেকে বন্য প্রাণী নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত ৩০০শ এর অধিক বন্য প্রাণী উদ্ধার এবং পরবর্তীতে চিকিৎসা দিয়ে অবমুক্ত করেছেন। পড়ালেখার পাশাপাশি তিনি প্রকৃতি রক্ষায় কাজ করছেন। শুক্রবার ৯৯৯ এ ফোনকল পেয়ে অজগর সাপ উদ্ধার করেছেন।
Mily