ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ভারতের শত্রু আসলে কে? ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তান ছাড়াও তালিকায় আরেক দেশ!

প্রকাশিত: ১৬:০১, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৬:০১, ৪ জুলাই ২০২৫

ভারতের শত্রু আসলে কে? ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তান ছাড়াও তালিকায় আরেক দেশ!

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি। চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে ‘জীবন্ত পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি স্টাফ (ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেন্যান্স) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের বিস্তারিত তুলে ধরেছেন।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়। এরপরই ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। এ অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) ৯টি স্থাপনায় হামলা চালানো হয়।

লেফটেন্যান্ট জেনারেল সিংহ বলেন, ‘‘অপারেশন সিঁদুর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গেছে। শীর্ষ নেতৃত্বের কৌশলগত বার্তা ছিল একেবারে স্পষ্ট—আগের মতো আর যন্ত্রণা সহ্য করা হবে না। টার্গেট বাছাই এবং পরিকল্পনা হয়েছিল অত্যন্ত নিখুঁত তথ্যের ওপর ভিত্তি করে, যেখানে প্রযুক্তি এবং মানব গোয়েন্দা—দুইয়ের সমন্বয় ছিল। মোট ২১টি লক্ষ্য চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে ৯টি লক্ষ্য বাছাই করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় অভিযানের একেবারে শেষ মুহূর্তে।’’

লেফটেন্যান্ট জেনারেল সিংহ আরও বলেন, পাকিস্তান-চীন প্রতিরক্ষা সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং চীন এখন পাকিস্তানকে ব্যবহার করছে তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তির বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা চালানোর জন্য।

আবির

×