ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জে খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৯, ৪ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ

আষাঢ়ের ভরা বর্ষায় নিষ্প্রাণ কাটাখালি খালে নতুন প্রাণ সঞ্চার করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও মুন্সীগঞ্জ পৌরসভা। খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতায় একযোগে কাজ করছে প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার শহরের কাটাখালি খালে ‘পরিচ্ছন্ন খাল, প্রাণবন্ত শহর‘ শীর্ষক এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তার নেতৃত্বে খালের ময়লা-আবর্জনা সরিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ জনগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরাও ।
জেলা প্রশাসক বলেন, ‘এই খাল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জলপ্রবাহ। একে বাঁচাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আজকের এই উদ্যোগ তারই একটি সূচনা মাত্র।’
উল্লেখ্য, কাটাখালি খাল দীর্ঘদিন ধরে আবর্জনায় পরিপূর্ণ হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের কারণ হয়ে ওঠেছিল। প্রশাসনের এমন পদক্ষেপ শহরবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে। পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্যানেল

×