
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ফ্যাসিস্ট, আর এই কাঠামো ভেঙে নতুন ব্যবস্থা গড়তে ছাত্র-তরুণরাই নেতৃত্ব দেবে।” তিনি বলেন, “গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু কাঠামোগত বাধায় জনগণের সমস্যার সমাধান আসেনি। রাজপথ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই যুদ্ধ চলবে।”
শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচিতে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সদর হাসপাতালগুলো, বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি কলেজে শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে প্রশ্ন আছে। এই কাঠামো বদলানো না গেলে আমরা এমন জনগোষ্ঠী গড়ে তুলতে পারব না, যারা ভবিষ্যতে ভারতের মতো পরাক্রমশালী শক্তির মুখোমুখি হতে পারবে।”
সামান্তা শারমিন আরও বলেন, “৯৬ থেকে ৯৮ শতাংশ মুসলিম এই দেশে যদি একজন মানুষও অশান্তিতে থাকে, তাহলে আমরা ঘরে ফিরব না। আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যেই লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই, আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে।।”
তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আপনারা আমাদের ওপর নজর রাখবেন, জবাবদিহিতা চাইবেন। আমরা যদি ওয়াদা ভঙ্গ করি, তবে আমাদেরকে মসনদ থেকে নামিয়ে ফেলবেন।”
সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “এই অন্যায় প্রতিরোধে ছাত্র-জনতা, নাগরিক সমাজ ও এনসিপি সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিটি মানুষ হবে রক্ষক, প্রতিরোধের প্রহরী।”
আসিফ