
ছবিঃ সংগৃহীত
স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এর ব্যাটারির আয়ু ও পারফরম্যান্স ঠিক রাখতে প্রয়োজন সচেতনতা। অনেকেই প্রতিবার ফোনে চার্জ ১০০% করতে পছন্দ করেন বা খুব কমে আসা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু এই অভ্যাস কি সঠিক?
বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির (Lithium-ion Battery) স্বাস্থ্য ভালো রাখতে কিছু নির্দিষ্ট চার্জ রেঞ্জ মেনে চলা জরুরি।
কত শতাংশ চার্জ থাকলে ফোনে চার্জ দেওয়া উচিত নয়?
বিশেষজ্ঞদের মতে, ফোনের চার্জ ৩০%–৮০% এর মধ্যে থাকলে ব্যাটারির আয়ু সবচেয়ে ভালো থাকে।
যখন ফোনে ৫০% বা তার বেশি চার্জ থাকে, তখন চার্জ দেওয়া থেকে বিরত থাকা উচিত।
ফোনের চার্জ ২০% এর নিচে নামার আগেই চার্জ দেওয়া উচিত।
যেসব অভ্যাস ব্যাটারির ক্ষতি করে:
-
১০০% চার্জ করে দীর্ঘক্ষণ চার্জারে রাখা
-
০% চার্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা
-
একসঙ্গে গেম খেলা ও চার্জ দেওয়া
-
অতিরিক্ত গরম জায়গায় চার্জ দেওয়া
ভালো ব্যাটারি লাইফের জন্য করণীয়:
-
দিনে একাধিকবার ছোট ছোট চার্জে অভ্যস্ত হোন
-
চার্জ ২০%–৮০% রেঞ্জে রাখার চেষ্টা করুন
-
রাতে ঘুমের সময় চার্জ দিয়ে ফেলে রাখা থেকে বিরত থাকুন
বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসগুলো গড়ে তুললে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেবে এবং ব্যাটারি বদলানোর প্রয়োজনও কমবে।
ইমরান