
ছবি: সংগৃহীত।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান আবারও ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হওয়ার আশঙ্কায়। দক্ষিণাঞ্চলের টোকরা দ্বীপপুঞ্জে টানা ১৪ দিনে আঘাত হেনেছে ৯০০টিরও বেশি ভূমিকম্প, যার সর্বশেষটি ছিল ৫.৫ মাত্রার। এমন ধারাবাহিক কম্পনে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ ও আতঙ্ক।
২১০০ কিলোমিটার দীর্ঘ দ্বীপমালার ১২টি দ্বীপের মধ্যে মাত্র সাতটিতে মানুষের বসবাস। মোট জনসংখ্যা মাত্র ৭০০। চিকিৎসা সুবিধাও সীমিত—হাসপাতাল না থাকায় ন্যূনতম চিকিৎসার জন্য ছুটে যেতে হয় ৬ ঘণ্টা দূরের কাগোশিমা শহরে।
বিশেষ করে রাতে সমুদ্র থেকে আসা গর্জনের শব্দ এবং ঘরবাড়ি দুলে ওঠার দৃশ্য স্থানীয়দের মধ্যে মানসিক চাপ তৈরি করছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের জন্য গেস্ট হাউসগুলো বন্ধ করে সেগুলোকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে।
এই ভয়াবহ পরিস্থিতির মাঝে ছড়িয়ে পড়েছে আরেকটি গুজব—আগামী ৫ জুলাই, ২০২৫ সালে ‘দ্যা বিগ ওয়ান’ নামে এক বিপর্যয়কর ভূমিকম্প জাপানে আঘাত হানতে পারে। গুজবের উৎস একটি ১৯৯৯ সালের জাপানি কমিক বই, যেখানে লেখক রিও তাচ্ছুকি ভবিষ্যদ্বাণীর মতো উল্লেখ করেন এই তারিখ।
যদিও ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলছে, এমন কোনো বৈজ্ঞানিক সতর্কতা বা প্রমাণ নেই, তবুও বড় ধরনের সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
২০১১ সালের স্মরণীয় ভূমিকম্প-সুনামির ক্ষত এখনও জাপানের মনে গেঁথে আছে। সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান সরকার আশঙ্কা করছে, বড় ধরনের আরেকটি ভূমিকম্পে প্রাণ হারাতে পারে ৩ লাখের বেশি মানুষ। সে কারণে বাধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র স্থাপন এবং দ্রুত স্থানান্তরের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ভূমিকম্পের শেষ কোথায়?
নুসরাত