ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, সাড়ে ৫শ ড্রোনে কাঁপলো কিয়েভ

প্রকাশিত: ২১:৫০, ৪ জুলাই ২০২৫

ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, সাড়ে ৫শ ড্রোনে কাঁপলো কিয়েভ

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় পরিসরের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতভর রাজধানী কিয়েভ এবং আশপাশের বিভিন্ন জেলায় চালানো হয় এই হামলা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৫৫০টি ড্রোন ও ১১টি মিসাইল ছোড়ে রুশ বাহিনী, যা এ পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন অভিযান হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

রাতভর চলা এই হামলায় অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে রয়েছে সমরঘাঁটি, গোলাবারুদের ডিপো, জ্বালানি সংরক্ষণাগার, রেল যোগাযোগ ব্যবস্থা এবং বেশ কিছু আবাসিক ভবন। কিয়েভের প্রতিটি জেলা লক্ষ্য করে ছোড়া ড্রোনগুলো একের পর এক বিস্ফোরিত হয় বিভিন্ন স্থানে।

 

 

হামলার আতঙ্কে বহু সাধারণ মানুষ আশ্রয় নেন বাংকার ও মেট্রো স্টেশনগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর আকাশে ড্রোনের শব্দ শোনা গেছে এবং বিস্ফোরণের আতঙ্কে মানুষ গ্রামীণ অঞ্চলের দিকে ছুটে যায়।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়। বেশ কিছু স্থানে আগুন জ্বলতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের টাওয়ার, রেললাইন এবং আবাসিক এলাকা।

এই হামলার পর ইউক্রেনীয় বাহিনীও পাল্টা ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার বিভিন্ন স্থাপনায়। কিয়েভ কর্তৃপক্ষ জানায়, রুশ বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব প্রতিরোধমূলক অভিযান।

 

 

এদিকে, ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপে যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাদের আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইতোমধ্যে চলমান যুদ্ধ তিন বছর অতিক্রম করেছে। তবে বৃহস্পতিবার রাতের ড্রোন ও মিসাইল হামলা নতুন করে যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

ছামিয়া

×