ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

এককালের দাপুটে আ. লীগ নেতা, দেখতে পারলেন না মরা সন্তানের মুখ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:০৪, ৪ জুলাই ২০২৫

এককালের দাপুটে আ. লীগ নেতা, দেখতে পারলেন না মরা সন্তানের মুখ

প্রথম সন্তানের মুখ দেখা হলোনা বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের এক দশকের দাপুটে নেতা হারিছুর রহমান হারিছের (৫৪)। 

তার একদিনের নবজাতক পুত্র সন্তান শুক্রবার (৪ জুলাই) বেলা বারোটার দিকে ঢাকার একটি ক্লিনিকে মারা গেছে।

হারিছ বরিশাল কেন্দ্রীয় কারগারে রয়েছেন। পরিবার থেকে তার প্যারোলে মুক্তি চাওয়া হয়নি। 

হারিছুর রহমান হারিছ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক পৌর মেয়র। তিনি (হারিছ) স্থানীয় সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর প্রধান আস্থাভাজন ছিলেন। হারিছ ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের জন্য হারিছকে বলা হতো গৌরনদীর ‘দানব’। 

হারিছের শ্বশুর মো. হেদায়েত উল্লাহ জানান, তার মেয়ে (হারিছের স্ত্রী) ডা. তাইয়েবা রহমান বৃহস্পতিবার ঢাকার একটি ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তান জন্ম দেন। 


ওইদিন রাতে নবজাতক শিশুটি অসুস্থ হলে তাকে আইসিউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা বারোটার দিকে চিকিৎসকেরা নবজাতক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।

সন্তানের মৃত্যুর ঘটনায় হারিছের প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি বলেও জানিয়েছেন হেদায়েত উল্লাহ। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে হারিছকে পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁদাবাজী, হামলা ও বিস্ফোরক আইনের চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারগারে রয়েছেন।

 

রিফাত

আরো পড়ুন  

×