ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে

রিপন ইসলাম শেখ, নীলফামারী

প্রকাশিত: ১৩:৫০, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৫০, ৪ জুলাই ২০২৫

এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে

ছবি: জনকণ্ঠ

এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, “পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।”

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরও বলেন, “নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি বলেন, জামায়াতে ইসলামি সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। “আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি।”

পরে তিনি বিকাল ৩টায় রংপুর মহানগর ও জেলা জামায়াতে আয়োজনে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন।

আবির

×