
ছবি: সংগৃহীত
নিশব্দেই যেন চলে গেলেন বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা। মৃত্যুর ঠিক দু’দিন আগেও ছিলেন একদম স্বাভাবিক—একটি ফটোশুটে অংশ নেন, যার কিছু ঝলক তিনি ভাগ করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে। সেই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেননি, দু’দিন পরই আসবে এমন দুঃসংবাদ।
২৭ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রী। জানা গেছে, মৃত্যুর আগে রক্তচাপ ছিল অত্যন্ত নিম্নস্তরে। হঠাৎ এই মৃত্যুকে ঘিরে তৈরি হয় নানা জল্পনা—শরীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও এমন অকাল প্রয়াণ কেন?
অনেকেই বলছেন, বয়স ধরে রাখতে শেফালী নিয়মিতভাবে কিছু ওষুধ গ্রহণ করতেন, যা নাকি তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেতেন। ফলে তা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে থাকতে পারে বলেই ধারণা।
এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ভারতের বিতর্কিত যোগগুরু বাবা রামদেব। এক সাক্ষাৎকারে শেফালীর মৃত্যুর বিষয়ে মন্তব্য করতে গিয়ে রামদেব বলেন, “তার হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল। শরীরের বাহ্যিক উপসর্গগুলো ঠিক ছিল, কিন্তু ভেতরের যন্ত্রপাতি কাজ করছিল না।”
এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। রামদেবের এই তুলনাকে অনেকে অসংবেদনশীল ও ঠুনকো বলে কটাক্ষ করেছেন। যদিও রামদেবের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি বোঝাতে চেয়েছেন—শেফালীকে বাইরে থেকে সুস্থ মনে হলেও, তার শরীরের ভেতরে চলছিল গভীর কোনো সমস্যা।
রামদেব আরও বলেন, “এই বাহ্যিক উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না। বাইরে থেকে যেমন লাগছে, আসল অবস্থা তো ভিতরে। ভেতরের রোগ নির্ভর করে মনের উপরেও।”
অপ্রত্যাশিত এই মৃত্যু যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বাহ্যিক সৌন্দর্য বা প্রাণবন্ততা সবসময় আসল স্বাস্থ্যের প্রতিফলন নয়।
আসিফ