
অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ সিনেমা মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। এই মুহূর্তে চলছে জোরকদমে ছবির প্রচার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান, চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। অন্যদিকে এই ছবির হাত ধরেই ১০ বছর পর বাংলা ছবি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার। মা ও সন্তানের সম্পর্ক, আত্মার টান, নানা টানাপোড়েন কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া, সন্তানকে আগলে রাখা সবটাই ফুটে উঠেছে এই ছবির ট্রেলারে। শুরু থেকে শেষ অবধি পর্দায় সন্তানকে ঘিরে জয়ার উৎকণ্ঠা ফুটে উঠেছে পুরোদস্তুর ছবির ট্রেলারে। জয়ার অভিনয়ের কয়েক ঝলক দেখে রীতিমতো প্রশংসা করেছেন দর্শক। মন জয় করেছেন এই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও ট্রেলারের ঝলকে। ‘ডিয়ার মা’ ছবির ট্রেলারে মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে শুক্রবার শাহেনশা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীকে। পোস্টে তিনি লিখেছেন, টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর ডাক নামে সম্বোধন করেই এদিন এই পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। এই শুভেচ্ছা বার্তা আসার পর ঠিক কী অনুভূতি হয় পরিচালক ও জয়া আহসানের ?
দেশে ও বিদেশে, শুধু পর্দার কাজ দিয়ে আর কত চমকাবেন জয়া আহসান। বিস্ময়সূচক এমন প্রশ্ন আগেও উঠেছে অভিনেত্রীর পক্ষে। তবে শুক্রবার সকালে সেই প্রশ্নটি যেন খোদাই করা হলো ভারত-বাংলাদেশের সেলুলয়েড দেওয়ালে। কারণ, এদিন সকাল থেকে উপমহাদেশের শীর্ষ অভিনেতা কিংবা নেতা অমিতাভ বচ্চনের ফেসবুক দেওয়ালে শোভা পাচ্ছে জয়া আহসানের মুক্তি-প্রতীক্ষিত সিনেমার ট্রেলার। বিষয়টিকে দুই বাংলার সমালোচক-দর্শক বেশ সিরিয়াসলি দেখতে চাইলেও বিপরীতে জয়া যেন আরও শীতল স্ন্নিগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন। অমিতাভের পোস্ট শেয়ার করে এটুকুই লিখেছেন, মুগ্ধতা দিয়ে শুরু হলো শুক্রবার।
প্যানেল