
সম্পর্কের ক্ষেত্রে যখন কিছুই আর ঠিক থাকে না, তখনই বিচ্ছেদের পথে হাঁটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই চিন্তাভাবনাতেই বিশ্বাসী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের নানা ওঠাপড়ার মাঝে, এমনটাই মনে করেন তিনি। ২০২১ সালে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু এবং তাঁর প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। বিচ্ছেদের পর অনেকটাই সময় পার হয়ে গেছে। গুঞ্জন উঠেছে, নাগকে ছেড়ে তিনি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্ক শুরু করেছেন।
তবে, সামান্থা সম্প্রতি জানালেন, সম্পর্কের বিষয়ের সঙ্গে তাঁর অভিজ্ঞতা মোটেও সহজ ছিল না। আর এটি ছিল তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক নয়, বরং মোবাইল ফোনের সঙ্গে তাঁর সম্পর্ক। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, একসময় ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। ফোনে সারাক্ষণ যোগাযোগ রাখতেন, যেন সেটাই ছিল তাঁর জীবন। তবে সেই মোবাইল ফোনের প্রতি আসক্তি কাটিয়ে উঠেছেন তিনি।
বর্তমানে, সামান্থার জীবনযাত্রায় একটি বড় পরিবর্তন এসেছে। তিনি সপ্তাহে তিন দিন ফোন থেকে পুরোপুরি দূরে থাকেন। এই তিন দিন ফোনে কারও সঙ্গে যোগাযোগ করেন না এবং শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্য সময় দেন। এই অভ্যাসে, নিজের মস্তিষ্ক এবং জীবনকে নতুনভাবে দেখতে সক্ষম হয়েছেন তিনি।
এমনকি, তিনি জানাচ্ছেন, ফোনের থেকে এই দূরত্ব তাকে তার জীবনের আরও ভাল দিকগুলো খুঁজে পেতে সাহায্য করেছে।
রাজু