ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মুগ্ধতা ছড়াচ্ছেন লিজা ও মৌসুমী

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ৪ জুলাই ২০২৫

মুগ্ধতা ছড়াচ্ছেন লিজা ও মৌসুমী

সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী

বাংলাদেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় দুই শিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। দু’জন এবারই প্রথম একসঙ্গে ইউরোপের পাঁচটি দেশে গানে গানে প্রবাসী বাংলাদেশীদের মুগ্ধ করতে গত ২০ জুন রওনা হন। এরইমধ্যে লিজা ও মৌসুমী গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন। আজ তারা সুইজারল্যান্ডের জুরিকে সংগীত পরিবেশন করবেন। এরপর তারা আগামীকাল ইতালিতে এবং পরবর্তীতে সর্বশেষ ১৩ জুলাই স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের গান শোনাবেন। 
লিজা বলেন, আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রতিটি শোতে সর্বোচ্চ সম্মান দিয়েই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উপস্থাপন করছেন। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াসহ সব ধরনের সুযোগ-সুবিধা বেশ ভালোভাবেই দেওয়ার চেষ্টা করছেন। তাদের আন্তরিক সহযোগিতায় আমরা সত্যিই ভীষণ খুশি। আমি তো মনেকরি এই ইউরোপ সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি সফর হয়ে থাকবে। প্রত্যেকটি শোতে শ্রোতা দর্শকের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মুগ্ধ আমি। আজ সুইজারল্যান্ডের জুরিকে গাইবো। এরপর আরও দুটি দেশে গাওয়া শেষে দেশে ফিরবো। 
আয়েশা মৌসুমী বলেন, ইউরোপ সফর আমার সংগীত জীবনের একটি অন্যতম সফর হিসেবেই বিবেচনায় থাকবে। অবশ্যই এই পুরো সফলের নেপথ্যে যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সত্যি বলতে কী আমরা পুরো টিমই অনেক আনন্দ করছি, শো শেষে সবাই নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে তো এখনো মনে হয় যে স্বপ্নের মাঝে আছি। কারণ প্রতিটি দেশ ঘুরতে গিয়ে মনে হয়েছে স্বপ্নের দেশে আছি। আর প্রত্যেকটি শোতে সংগীত পরিবেশনের সময় প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের ভালোবাসায় বারবার সিক্ত হচ্ছি।

প্যানেল

×