ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ভিসা জটিলতা ও মরদেহ পরিবহনসহ ৪ দফা দাবিতে প্রবাসীদের মানববন্ধন

 মো. রাহিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার ,আবুধাবি,UAE

প্রকাশিত: ০২:২৫, ৫ জুলাই ২০২৫

ভিসা জটিলতা ও মরদেহ পরিবহনসহ ৪ দফা দাবিতে প্রবাসীদের মানববন্ধন

দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসীদের মরদেহ যেন বাংলাদেশ বিমানে বিনামূল্যে বহন করা হয়, প্রবাসীদের জন্য বিশেষ ভাতা প্রদান, সংযুক্ত আরব আমিরাতে ভিসা ট্রান্সফারের জটিলতা নিরসন এবং বিদেশে মারা যাওয়া প্রবাসীদের পরিবারকে এককালীন ৮ লাখ টাকা অনুদান দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড়ো অবদান রাখলেও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ট্রান্সফারের সমস্যায় হাজারো প্রবাসী বিপাকে পড়েছেন। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই যদি দাবি মানা না হয়, তাহলে প্রবাসীরা দেশে নির্বাচন হতে দেবেন না।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসা হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। অবিলম্বে দাবি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

হ্যাপী

×