
ছবি: সংগৃহীত।
বিদেশফেরত যাত্রী ও প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবর দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধন করা হয়েছে ব্যাগেজ রুলস, যেখানে মোবাইল ফোন ও অলংকারসহ বেশ কিছু ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করা হয়েছে। তবে সুবিধার অপব্যবহার ঠেকাতে যুক্ত হয়েছে কিছু শর্তও।
২ জুলাই, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য জানান। নতুন বিধিমালাটি “অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫” নামে ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
নতুন সুবিধাগুলো কী কী?
মোবাইল ফোন:
সাধারণ যাত্রীরা বছরে ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ছাড়াই আনতে পারবেন।
আর বিএমইটি কার্ডধারী এবং ৬ মাসের বেশি বিদেশে অবস্থানকারী প্রবাসীরা বছরে ২টি মোবাইল ফোন আনতে পারবেন সম্পূর্ণ শুল্কমুক্তভাবে।
স্বর্ণ ও রৌপ্য অলংকার:
১০০ গ্রাম স্বর্ণ অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার বছরে একবার আনতে পারবেন কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই।
স্বর্ণবার:
প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি থাকবে।
ঘোষণা বাধ্যতামূলক:
ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
প্রবাসীদের দীর্ঘ দাবির প্রতি সাড়া
বহুদিন ধরেই প্রবাসী বাংলাদেশিরা ব্যাগেজ রুলস সহজ করার দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবির প্রতিফলন দেখা গেল নতুন বিধিমালায়। এনবিআর আশা করছে, এতে একদিকে প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস বিভাগ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
নুসরাত