ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই তাপসী তাবাসসুম ঊর্মিকে দেয়া হলো গুরুদণ্ড

প্রকাশিত: ১৮:৫৪, ২ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫৫, ২ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই তাপসী তাবাসসুম ঊর্মিকে দেয়া হলো গুরুদণ্ড

ছবি: সংগৃহীত।

ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি ওএসডি হিসেবে সহকারী সচিব পদে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ শাস্তি প্রদান করা হয়, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় সর্বোচ্চ গুরুদণ্ড।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এতে তার বিরুদ্ধে ওই বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

পরবর্তীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি নিরাপত্তাজনিত কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তবে তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধিমালার আওতায় তাকে গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে অভিযোগ যথাযথ বলে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
 

সায়মা ইসলাম

×