ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সেমিনারে  প্রবাসী কল্যাণ উপদেষ্টা

এ বছর ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:২০, ৩ জুলাই ২০২৫

এ বছর ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিমানের টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্টু লোক সবসময় লেগে আছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার বিমানের টিকিটের দাম কমিয়েছিল। কিন্তু এরপর আবারও দাম বেড়ে গেছে। 
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি আরও জানান, আগামী এক বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া। প্রবাসী উপদেষ্টা বলেন, তিনি ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি (উপদেষ্টা) এসেছেন ওমরাহ করতে।
তিনি বলেন, বিমানের টিকিট তার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না। তবুও দেশে ফিরে তিনি বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানান। পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন। প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন, সর্বোচ্চ তিনদিন বুক রাখা যাবে টিকিট। এরমধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে। বুকিং দিতেই পাসপোর্টের কপি লাগবে। এমন নির্দেশনার পর দাম কমে যায়। পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে।  
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদেশে গেলে অনেকেই বলে অথবা পত্রিকায় দেখি বিদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। সব দোষ দেওয়া হয় সরকারের, রিক্রুটিং এজেন্সির, এই দোষ ওই দোষ। কিন্তু ওইখানে যারা আছেন তাদের কারও কারও কর্মকা- সম্পর্কে আপনারা জানেন ? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে হত্যা করা হয়েছে। বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমি মিটিং করেছি। আমি শুনেছি ওখানে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে।

সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা, এমন ঘটনাও আছে। এগুলা কী মিথ্যা কথা ? ওই জায়গার পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে বলে, সে জায়গায় দোষী-নির্দোষ যারাই আছে সবাইকে বের করে দেবে। এজন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি। তিনি বলেন, এখন এই কাজগুলো কয়জন করে। এই বাজে কাজগুলো করে ১০ জন, ভুগে ১০ হাজার লোক, ১০ লাখ লোক।
সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা মার্ডার করে তাহলে ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না। আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে। কারণ এসব ঘটনা এক লাখ, ১০ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র ১০-২০টা লোক।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে- তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দেবা আমরা নির্ধারণ করব। এটা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি। যেটাকে আমরা সিন্ডিকেট বলি। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে, সিন্ডিকেট করা যাবে না। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো আপনার মালয়েশিয়া সরকারকে পিটিয়ে করতে পারব না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে।

এখন আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই, তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। আবার যদি কর্মী না পাঠাই, তাহলে আমার ৪০ হাজার কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। এর ফলে পরবর্তী সময়ে আমাদের এক-দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
আসিফ নজরুল বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে, সিন্ডিকেট করা যাবে না। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো মালয়েশিযা সরকারকে পিটিয়ে করতে পারব না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে। যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে দুইটা পথ খোলা আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠানো। আরেকটি হচ্ছে তাদেরকে বলা যে আমরা লোকই পাঠাব না।

এখন আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার ৪০ হাজার কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। এর ফলে পরবর্তী সময়ে আমাদের এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কিছু মানুষ অযথা অপপ্রচার ছড়াচ্ছে। এক বছরে ৩০ থেকে ৪০ হাজার লোক নেবে মালয়েশিয়া। তবে, বিদেশে পাঠানোর নামে লোক না ঠকানোর আহ্বান জানান তিনি।

×