
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা মানুষের অধিকার হরণ করেছেন, গুম-খুনের ঘটনা ঘটিয়েছেন এবং এসবের বিচার নিশ্চিত করা প্রয়োজন। বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "যেসব ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি; বরং বিভিন্ন স্থানে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এসব প্রয়াস গণ-আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
নাহিদ ইসলাম বলেন, আমাদের এই দল গঠনের কোনো দরকার ছিল না। কিন্তু জুলাই-আগস্টের আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, তাদের আত্মত্যাগের ঋণ পরিশোধ করতেই এবং দেশের মানুষের দাবিতে এনসিপি গঠন করা হয়েছে।”
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাদের পাশে থাকুন। দেশের তরুণ প্রজন্ম নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এবং লালমনিরহাটকে এগিয়ে নিতে চায়। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে লড়ব।”
শিহাব