ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের পদযাত্রা আজ, সারজিস আলমের আবেগঘন বার্তা

প্রকাশিত: ১১:০৮, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১১:১৪, ৩ জুলাই ২০২৫

পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের পদযাত্রা আজ, সারজিস আলমের আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ স্লোগানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ঘোষিত জুলাই পদযাত্রা চলছে।

এবার তারই অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা আজ যাচ্ছেন   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের জন্মভূমি পঞ্চগড়ে।

এ নিয়ে আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম।

তিনি লিখেন-

“আমার জন্মভূমি পঞ্চগড়ে আজ অভ্যুত্থানের সহযোদ্ধারা আসছেন। বিচার, সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে আজকের এই জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করবেন জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা।

নাহিদ ইসলামHasnat AbdullahMd Sarjis AlamNasir Uddin PatoaryAbdul Hannan Masudসামান্তা শারমিনDr Tasnim JaraNahida Sarwer Niva সহ এনসিপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এই জুলাই পদযাত্রা দলীয় ফ্রেমে নয় বরং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতে আমাদের সার্বজনীন প্রচেষ্টা।

দল মত নির্বিশেষে আমরা যারা অভ্যুত্থানে একসাথে লড়াই করেছি তাদের সবাইকে আজকের এই পদযাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি।

কোর্টের সামনে থেকে বিকাল ৫টায় শুরু হয় চৌরঙ্গী মোড়ে বিকাল সাড়ে ৫টায় এই পদযাত্রা শেষ হবে। এরপর সেখানে অভ্যুত্থানের মহানায়কেরা কথা বলবেন। ৬টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব।

দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ”

শিহাব

×