ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সৈয়দপুরে  শহীদ সাজ্জাদ হোসেনের  কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির তৃতীয় দিনে জুলাই পদযাত্রা শুরু

স্টাফরিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ১৬:৩৬, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৪৪, ৩ জুলাই ২০২৫

সৈয়দপুরে  শহীদ সাজ্জাদ হোসেনের  কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির তৃতীয় দিনে জুলাই পদযাত্রা শুরু

ছবি: জনকণ্ঠ

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয়দিন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতীখানা কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনে কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের এই কর্মসূচি শুরু হয়।  কবর জিয়ারতে দোয়াপাঠ করান শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন। কবর জিয়ারত শেষে এনসিপি নেতৃবৃন্দ সাজ্জাদের পরিবারের সাথে কথা বলেন। 

 


গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রভাগে ছিলেন সাজ্জাদ। এরপর বেলা ১১টার দিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট বেলা ১২টায় তার মৃত্যু হয়। শহীদ সাজ্জাদ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়া মহল্লার আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে। পরিবারের পক্ষে জানানো হয় সাজ্জাদ থাকতেন সাভার ডেইরি ফার্ম এলাকার দক্ষিণ কালমা এলাকায়। এক ভাই এবং তিন বোনের মধ্যে সাজ্জাদ হোসেন ছিলেন সবার বড়। ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ লেখাপড়ার পাশাপাশি কাজ করতেন একটি পোশাক কারখানায়।

 


এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এ সময় মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সায়েদ লিওন উপস্থিত থাকতে দেখা যায়। 
এরপর সৈয়দপুরের উর্দুভাষী ক্যাম্পের বসবাসকারীদের খোঁজ নেন তারা ও কথা বলেন তাদের সাথে। সেখান থেকে সৈয়দপুর পাঁচমাথা থেকে পদযাত্রা শুরু করে সৈয়দপুর বাসটার্মিনাল (শুটকির মোড়ে) এ নিউজ লিখা পর্যন্ত পথসভা করছিলেন। সেখানে থেকে তারা রওনা দেবেন নীলফামারী জেলা শহরে। নীলফামারীতে তাদের তিনটি পয়েন্টে পথসভা করার কথা রয়েছে বলে জানান নীলফামারী জেলা কমিটির সম্বয়ক আব্দুল মজিদ। এরপর পঞ্চগড় জেলায় রওনা দিবেন।
এদিকে  সৈয়দপুরের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে হত্যাকান্ডের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনরায় জানিয়ে বলেছেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা স্বৈরাচারীফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। একটি নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, রাষ্ট্রগঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত এই জুলাই পদযাত্রা। যেখানে আমরা ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাঁদের কথা শুনব। যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাঁদের সেই স্বপ্ন, সেই আকাক্সা আমরা তাঁদের কাছে তুলে ধরব বলে উল্লেখ করেন।

ছামিয়া

×