ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি’

প্রকাশিত: ২১:৫৫, ৩ জুলাই ২০২৫

‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি’

ইতিহাস গড়া জয়ে জোড়া গেল করেছেন ঋতুপর্ণা চাকমা (মাঝে), ছবি: বাফুফে

নারীদের এশিয়ান কাপে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি অবদান ঋতুপর্ণা চাকমার। তার প্রশংসায় পঞ্চমুখ বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাকে বাংলাদেশের ‘মেসি’ আখ্যা দিলেন তিনি। 

আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে কিরণ বলেছেন,‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও (চৌধুরী) ভালো ফুটবলার, কোনও সন্দেহ নেই। হামজাও আমাদের দেশের জন্য গর্বের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। আমার বিশ্বাস সেখানেও হামজা ভালো করবে। ছেলেরাও এগিয়ে যাবে। ছেলে-মেয়ে দুটো দলই আমাদের, তুলনা করার কিছু নেই। কিন্তু ঋতুপর্ণা আমাদের মেসি, এটার বলার অপেক্ষা রাখে না। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া আর কারও মতো নয়।’

ইংলিশ কোচ পিটার বাটলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাফুফে কর্মকর্তা বলেছেন,‘ধন্যবাদ বাটলারকে। সে অনেক ভালো কোচ এবং সে জানে ডাগআউটে থেকে কীভাবে দলকে এগিয়ে নিতে হবে। সে এই কাজটাই করেছে। তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আগামী দিনগুলোতেও আমরা সেভাবে এগিয়ে যাবো। এটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের।’

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। এ নিয়ে বিশদ পরিকল্পনা বাফুফের। কিরণ বলেছেন,‘অস্ট্রেলিয়ায় আমাদের অনেক সুযোগ আছে। কাল-পরশুর ভেতরে আমি বাফুফে সভাপতির সঙ্গে কথা বলবো।  অবশ্যই পরিকল্পনা আছে। কারণ সুযোগ বারবার আসে না। আমাদের যেহেতু সুযোগ এসেছে, আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করবো। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপ যখন হবে, তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে। জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয় মাস পাবো, আমি সেটাকে সেভাবে ব্যবহার করবো।’

বাংলাদেশের স্বপ্ন আরও বড়। কিরণ নতুন করে তা বললেন,‘ইতোমধ্যে  বাটলারের সঙ্গে সেভাবেই কথা হয়েছে। আমাদের মনোযোগ ও নজর থাকবে সেখানে, যেন আরও ভালো কিছু করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সেরা ছয়ে থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন, বিশ্বকাপ খেলার। সেটার জন্যই আমরা মাঠে নামবো, কাজ করবো। এই সময়ের ভেতরে বেশ কিছু শক্তিশালী দলের সঙ্গে আমরা প্রীতি ম্যাচ খেলবো, নিজেদের তৈরি ও ঝালাই করার জন্য। যাতে এশিয়ান কাপে গিয়ে আমরা ভালো কিছু করতে পারি।’

বর্তমানে ভুটানে খেলছে বাংলাদেশের অনেকেই। এশিয়ান কাপে খেললে তখন আরও বড় পরিসরের লিগে খেলার সুযোগ হবে। কিরণ বলেছেন,‘ঋতুপর্ণা এই লেভেলে খেললে তখন দেখবেন ইউরোপিয়ান ক্লাব থেকে ওর কাছে প্রস্তাব আসবে। বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসবে। ভুটানে ওরা খেলছে নিজেদের ইচ্ছায়। আমরা কিন্তু ভুটানের লিগে খেলানোর পক্ষে না। কারণ ভুটান ভালো কোনও লিগ নয়। ওরা যেতে চাচ্ছে, আমরা চিন্তা করলাম ওরা মানসিকভাবে চাঙা হবে, যাক খেলে আসুক। ভুটান লিগে খেলে তো অবশ্যই উন্নতি করবে না। ওদের ভালো লিগে খেলতে হবে।’

 

মিরাজ /রাজু

×