ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জোকোভিচের জয়, গফের বিদায়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১২, ৩ জুলাই ২০২৫

জোকোভিচের জয়, গফের বিদায়

জয়ের পর ভক্ত-সমর্থকদের সঙ্গে নোভাক জোকোভিচের সেলফি

উইম্বলডনের সেন্টার কোর্টে নামার আগেই চাপে ছিলেন নোভাক জোকোভিচ। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে বয়স ও প্রত্যাশার ভার-সব মিলিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লামের মিশনে শুরুটা মোটেও সহজ ছিল না এই সার্বিয়ান কিংবদন্তির জন্য। এর পরও ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারকে ৬-১, ৬-৭ (৭/৯), ৬-২, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

এদিকে মেয়েদের এককে বড় অঘটন ঘটেছে প্রথম রাউন্ডেই। কোকো গফ হেরে গেছেন ইউক্রেনের দায়ানা ইসত্রেমেস্কার কাছে। মাত্র ৭৮ মিনিটে ৭-৬ (৭/৩), ৬–১ গেমে হেরে ফ্রেঞ্চ ওপেন জয়ী গফ বিদায় নেন কান্নাভেজা চোখে। স্বীকার করেন, ‘ঘাসের কোর্টে মানিয়ে নিতে পারিনি।’ গত মাসেই ফ্রেঞ্চ ওপেন জিতে চ্যানেল স্লামের স্বপ্ন দেখছিলেন যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী টেনিস সেনসেশন।
জোকোর জন্য জয়টা সহজ ছিল না। দ্বিতীয় সেটে খেলার সময় পেটের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন এই ছয় নম্বর বাছাই। একপর্যায়ে খেলা চালিয়ে যাওয়া নিয়েও সংশয় দেখা দেয়। ম্যাচ শেষে  জোকোভিচ বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল আমি বুঝি আর খেলতে পারব না। তবে ডাক্তারদের দেওয়া ‘অলৌকিক ওষুধ’ খেয়ে আবার শক্তি ফিরে পাই।’  নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রোলাইট পানীয়ের সঙ্গে চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়েই ম্যাচে ফিরেছেন ছেলেদের এককে ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা।

তার ভাষায়, ‘৪৫ মিনিট ভয়ংকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। পরে ওষুধ খেয়ে আবার নিজেকে ফিরে পাই। তখনই বুঝতে পারি, ম্যাচটা শেষ করা সম্ভব।’ এই নিয়ে উইম্বলডনের ইতিহাসে প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের এককে শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে চারজনই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন।

×