ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে খেলার মাঠের নীরব নায়কদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

মোঃ শাহীন আলম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ১২:২৪, ২ জুলাই ২০২৫; আপডেট: ১২:২৫, ২ জুলাই ২০২৫

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে খেলার মাঠের নীরব নায়কদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

ছবি: দৈনিক জনকণ্ঠ

আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। দিনটি বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় প্রতিবছর। যাঁরা খেলার মাঠের প্রতিটি নাটকীয়তা, পরিসংখ্যান, ইতিহাস ও আবেগকে লেখনীর মাধ্যমে দর্শক ও পাঠকের সামনে তুলে ধরেন, এই দিনটি তাঁদের সম্মানেই নিবেদিত।

খেলাধুলার জয়-পরাজয়ের বাইরে যে বিশাল এক জগৎ আছে—সেটি ক্রীড়া সাংবাদিকদের কলমেই ফুটে ওঠে। মাঠের ভিতরে যাঁরা প্রতিনিয়ত লড়াই করেন, আর মাঠের বাইরে যাঁরা সেই লড়াইয়ের গাথা লেখেন—তাঁদের অবদান সমান গুরুত্বপূর্ণ।

ক্রীড়া সাংবাদিকরা শুধুমাত্র খেলার স্কোর বা ফলাফল জানান না; তাঁরা তুলে ধরেন একজন ক্রীড়াবিদের সংগ্রাম, একটি দলের দীর্ঘ প্রস্তুতি, ইতিহাস গড়ার নেপথ্যের গল্প এবং পর্দার আড়ালের অনেক অনুচ্চারিত কাহিনি। তাঁরা খেলার আনন্দকে যেমন সংরক্ষণ করেন, তেমনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে খেলাধুলার মানোন্নয়নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশ্বের বহু দেশে এই দিনটি উপলক্ষে নানা ধরনের সেমিনার, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও স্মারক প্রকাশনার আয়োজন হয়। বাংলাদেশেও দিনটি উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে দেশের সব ক্রীড়া সাংবাদিকদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা। যাঁরা দিনের পর দিন মাঠে-মাঠে ঘুরে, ক্লান্তিহীনভাবে রিপোর্ট করেন, লাইভ আপডেট দেন, এবং বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করেন—তাঁদের প্রতি জাতির পক্ষ থেকেও এই দিনে জানানো উচিত সম্মান ও ভালোবাসা।

খেলাধুলার সঙ্গে থাকুন। সত্য, তথ্যনির্ভর ও গঠনমূলক ক্রীড়া সাংবাদিকতার পাশে থাকুন।

নোভা

×