
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
এক দ্বীপের ৯০০ ভূমিকম্প! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। মাত্র দুই সপ্তাহে এতগুলো ভূমিকম্পের সাক্ষী হয়েছে একটি দ্বীপ। এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (০২ জুলাই) জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকারা দ্বীপপুঞ্জে গত প্রায় দুই সপ্তাহে ৯০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি অতীতের তুলনায় প্রায় তিনগুণ বেশি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি জাপানের সিসমিক তীব্রতা স্কেলে লোয়ার ৫-এ পৌঁছেছে। এতে উদ্বেগ বেড়েছে।
জাপান আবহাওয়া বিভাগ (জেএমএ) জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত মোট ৯১১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি শিন্ডো লোয়ার ৫, ১৮টি শিন্ডো ৪ এবং বাকিগুলো শিন্ডো ৩, ২ এবং ১ তীব্রতার ছিল। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার। বুধবার বিকেল ৩টা ২৬ মিনিটে তোশিমা গ্রামে শিন্ডো লোয়ার ৫ তীব্রতায় আঘাত হানে।
আকুসেকি দ্বীপের স্থানীয় সম্প্রদায়ের প্রধান ইসামু সাকামোতো জাপান টাইমসকে জানিয়েছেন, তিনি আশঙ্কা করছেন যে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। তিনি বলেন, এতটা খারাপ হবে বলে আমি আশা করিনি। সোমবার প্রথম শিন্ডো লোয়ার ৫ ভূমিকম্পের পর ভেবেছিলাম কম্পন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনও তার কোনো শেষ দেখা যাচ্ছে না। প্রথমে একটি বড় শব্দ হয়, তারপর মাটি উল্লম্বভাবে কাঁপতে শুরু করে — এটা খুবই আতঙ্কজনক।
জেএমএর ভূমিকম্প ও সুনামি বিষয়ক কর্মকর্তা মাসাশি কিয়োমোতো বলেন, এই ভূমিকম্পের সিরিজের কারণ এখনও অস্পষ্ট। দুই বা চার বছর আগের ভূমিকম্পের তুলনায় আমরা এখন দ্বিগুণেরও বেশি ভূমিকম্প অনুভব করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও জানি না কেন এটি ঘটছে বা ভবিষ্যতে কী হবে।
তাসমিম