
ছবি: সংগৃহীত
এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্ত্রীর হাতে প্রাণ হারালেন এক নববিবাহিত স্বামী। প্রিয়াংশু নামের ২৫ বছর বয়সী এই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করেছেন তার স্ত্রী গুঞ্জা দেবী। অভিযোগ, স্ত্রী গোপনে তারই চাচার সঙ্গে প্রেম করছিলেন এবং তাকেই বিয়ে করার পরিকল্পনায় স্বামীকে সরিয়ে দিতে এই হত্যাকাণ্ড ঘটান।
পুলিশ সূত্রে জানা গেছে, গুঞ্জা দেবী ও তার চাচা জীবন সিংহ (৫৫) একটি গোপন সম্পর্কের মধ্যে ছিলেন। কিন্তু পরিবার এই সম্পর্কের বিরোধিতা করায় গুঞ্জাকে প্রিয়াংশুর সঙ্গে বিয়ে দেয়। বিয়ের মাত্র ৪৫ দিনের মধ্যেই গুঞ্জা ও জীবন সিংহ ভাড়াটে খুনি নিয়োগ করে প্রিয়াংশুকে হত্যার পরিকল্পনা করেন।
২৫ জুন প্রিয়াংশু তার বোনের বাসা থেকে ট্রেনে ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছানোর পর স্ত্রীকে ফোন করে বলেন তাকে নিতে একটি বাইক পাঠাতে। সেই সুযোগেই, পথে দুই ভাড়াটে খুনি তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ যখন তদন্ত শুরু করে, তখন গুঞ্জা দেবী হঠাৎ গ্রাম ছেড়ে পালাতে চেষ্টা করেন। এতে সন্দেহ আরও বেড়ে যায়। এরপর গুঞ্জার মোবাইল কল রেকর্ড ঘেঁটে দেখা যায়, তিনি নিয়মিত তার চাচা জীবন সিংহের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জীবন সিংহ আবার খুনিদের সাথেও নিয়মিত ফোনে কথা বলছিলেন।
এই হত্যাকাণ্ডের পর একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়। এখন পর্যন্ত গুঞ্জা দেবী ও দুই খুনিকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত জীবন সিংহ এখনো পলাতক। তাকে ধরতে পুলিশ জোর অভিযান চালাচ্ছে।
এই ঘটনার পর অনেকেই মনে করছেন মেঘালয়ের “হানিমুন খুন” কাণ্ডের কথা, যেখানে স্ত্রী সোনম তার প্রেমিক রাজ কুশওয়া ও আরও তিনজনকে নিয়ে স্বামী রাজা রঘুবংশীকে মধুচন্দ্রিমার সময় হত্যা করেন।
মুমু ২