
ছবি: জনকণ্ঠ
২৪'র জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে শহীদদের রূহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের সুস্থ্যতা কামনায় অসহায়, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২ টায় চরফ্যাসন সদর রোডে এক অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য শেষে খাবার বিতরণ করেন ভোলা-৪ ( চরফ্যাসন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের সুস্থ্যতা কামনায়
চরফ্যাসন উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ ২শ ভ্রাম্যমাণ অসহায়, দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এর আগে ২৪'র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আমাদের সংগঠন বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করেছে। জুলাই আগস্টে বিভিন্ন ধাপে জামায়াতে ইসলামী আরো কর্মসূচি পালন করবে। খাবার বিতরণের সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানের নেতৃত্বে সংগঠনটির লোড আনলোড,রিক্সা, দর্জি, পরিবহন,কৃষি- মৎস্য, দোকান কর্মচারী,নির্মাণ শ্রমিক, জেলে, সিনজি সেক্টরের শ্রমিক নেতা কর্মীদেরকে শৃঙ্খলা রক্ষায় কাজ করতে দেখা যায়।
ছামিয়া