
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী নিজের অপহরণের ভয়াল অভিজ্ঞতা স্মরণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি ২২ আগস্ট ২০১৬ সালের সেই রাতের ভয়ঙ্কর মুহূর্তগুলো তুলে ধরেছেন অত্যন্ত মানবিক ভাষায়।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-
“বই থেকে -এমনই এক পরিস্থিতিতে এলো সেই ভয়াল কালো রাত, ২২শে আগস্ট ২০১৬, যেই রাতে আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল।
রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আম্মাকে নিয়ে আমি আর আমার স্ত্রী খাবার খেতে বসেছি। ছোট দুই সন্তান তখনো আমাদের সাথে টেবিলে খাওয়ার মত বয়স হয়নি। আমি আর আমার স্ত্রী আম্মাকে এটা ওটা এগিয়ে দিচ্ছি, নিজেরাও প্লেটে উঠিয়ে নিয়েছি। খাবার শুরু করেছি, কয়েক লোকমা খেয়েছি। এর মধ্যেই বাসার গেইটের দারোয়ান ইন্টারকমে জানালো, কয়েক মাইক্রোবাস লোক বেসামরিক পোষাকে এসেছে এবং আমাকে খুঁজছে। বাসার ম্যানেজার নিচে নেমে গেল। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আমাকে অপহরণ করার জন্যই এসেছে।”
এই বিবরণে স্পষ্টভাবে উঠে আসে তাঁর জীবনের এক চরম আতঙ্কের রাত, যা এখনো গভীরভাবে তাকে আলোড়িত করে।
এই পোস্টের শুরুতেই “বই থেকে.” কথাটি ব্যবহারের মাধ্যমে অনেকেই ধারণা করছেন, আযমী তাঁর অপহরণ ও বন্দিজীবনের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
পোস্টের নিচে মন্তব্যকারীদের কেউ কেউ এ বিষয়েই আগ্রহ প্রকাশ করেছেন। এক পাঠক মন্তব্য করেছেন,“স্যার, বইটি প্রকাশ হবে কখন?”
এই মন্তব্য থেকেই স্পষ্ট, পাঠকমহলে তাঁর অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশের ব্যাপারে উৎসাহ রয়েছে।
আফরোজা