
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বলেছেন, “বাংলাদেশের একমাত্র দল হিসেবে জামায়াতে ইসলামী কাউকে কাফের বলে না, কাউকে মুনাফিক বলে না, কাউকে ইসলামবিদ্বেষী বলে না।"
বেসরকারি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন— “আপনি বলেছিলেন জামায়াতে ইসলাম আদর্শের সঙ্গে কখনোই আপস করে জোট করে না। তাহলে চরমোনাই পীরের সঙ্গে জোট হলো কোন আদর্শ থেকে?”
জবাবে ড. মান্নান বলেন, “আমরা চরমোনাই পীরের সঙ্গে কোনো জোট করেছি—এটা আমরা বলিনি। তাদের একটি সমাবেশে অতিথি হিসেবে অংশ নিয়েছিলাম মাত্র। ইসলামপন্থী কিংবা ইসলামের প্রতি সমর্থন রাখে—এমন দলগুলোর সঙ্গে একাত্মতা গড়ে তোলায় আমাদের কোনো আপত্তি নেই।”
তিনি বলেন, “চরমোনাই পীরের সম্পর্কে আমাদের নেতারা কখনোই বিরূপ মন্তব্য করেননি। বরং তারাই (চরমোনাই পক্ষ) জামায়াতকে আঘাত করেছে, তখন আমরা সহ্য করেছি। আমরা ইসলামপন্থীদের ভেতরে হানাহানি পছন্দ করি না। জামায়াতে ইসলাম কাউকে ফতোয়া দেয় না, কাদা ছোড়াছুড়ি করে না। আমাদের দল গালি খেয়েও চুপ থাকাটাকেই সংস্কৃতি হিসেবে ধারণ করে।”
বর্তমান প্রেক্ষাপট নিয়ে ড. মান্নান বলেন, “আজ যেসব ইসলামপন্থী দল জনগণের পক্ষে কথা বলছে, তাদের কেউ কেউ হয়তো আগে ভুল করেছে। এখন তারা হয়তো তা বুঝতে পারছে এবং সঠিক পথে ফিরছে। গণঅভ্যুত্থানেও তারা অংশ নিয়েছে, শাহবাগে উপস্থিত থেকেছে। কাজেই তারা এখন ইসলামী আন্দোলনের অংশ হয়ে উঠছে বলেই আমরা মনে করি।”
সূত্রঃ https://fb.watch/ACwmduDAl7/
রিফাত