ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রায়পুর বাজার বণিক সমিতির ভোট কাল, শেষ হলো প্রচারণা

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:০১, ৪ জুলাই ২০২৫

রায়পুর বাজার বণিক সমিতির ভোট কাল, শেষ হলো প্রচারণা

রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে লক্ষ্মীপুরের বাণিজ্যিক কেন্দ্র রায়পুর। ১৬২৫ ভোটারের এই সমিতির নেতৃত্ব নির্ধারণে ভোট গ্রহণ হবে আগামীকাল শনিবার। শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। চারপাশে এখন শুধু ভোট উৎসবের অপেক্ষা।

নির্বাচনে ১৬টি পদে লড়াই করছেন ৫৫ জন প্রার্থী। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চার জন হলেও প্রচারণার মাঠে মূল আলোচনায় রয়েছে ‘চেয়ার’ প্রতীকের সাইফুল ইসলাম মুরাদ ও ‘আনারস’ প্রতীকের ইব্রাহিম খাঁন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, তাদের মধ্যে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।

১৬টি পদে আরো যারা লড়ছেন তারা হলেন: সভাপতি পদে ছাব্বির আহমেদ (হরিণ), আবদুর রব ছিদ্দিকী (পানির কল)।

সিনিয়র সহ-সভাপতি পদে ছানোয়ার পাটোয়ারী (জেব্রা), মোঃ সহিদ উল্লাহ (তালগাছ), আরিফ হোসেন (ঘোড়া), মোঃ আবু ছালেহ (হাঁস), ও মিজানুর রহমান (বালতি)।

সহ-সভাপতি পদে মোঃ সবুজ (ব্যাটারি চালিত অটোরিকশা), মোঃ মিজানুর রহমান (মোরগ), মোঃ বদরুজামান (হেলিকপ্টার), নূর নবী (পেঁপে), ও মোঃ সফিক (ক্যামেরা)।

সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন (ছাতা), মোঃ গোলাম মাওলা রনি (দোয়া কলম), এস. এম. মোরশেদ আলম (আম), ও মোঃ আবু জাফর আজাদ (কবুতর)।

সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুর রব রনি (সেলাই মেশিন), আলী হায়দার (তরমুজ), ও আঃ মালেক (রিক্সা ভ্যান)।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়া উল্লাহ মামুন (পানির জগ), ও মোঃ শরিফ উল্লাহ (ময়ূর)। দপ্তর সম্পাদক পদে মোঃ জহির হোসেন (ডাব), মোঃ এমরান হোসাইন (টিয়া পাখি), ও মোঃ আঃ খালেক পাটোয়ারী (তালা)।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সুভাষ চন্দ্র সাহা সিবু (হারমোনিয়াম), ফয়েজ আহাম্মদ (ফুটবল), সোহেল আলম (ক্রিকেট ব্যাট), ও মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার (লাটিম)।

যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে মোঃ রাজু আহম্মেদ (টেলিফোন), ও মোঃ ওমর ফারুক (মাইক)।

কোষাধ্যক্ষ পদে মোঃ রাকিব পাটোয়ারী (ক্যালকুলেটর), মোঃ হেলাল উদ্দিন (রজনীগন্ধা) মোঃ জুয়েল হোসেন (ডালিম) ও জসিম উদ্দিন (পাঞ্জাবি)।

সমাজসেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ এরতেজা উল্লাহ (কদম ফুল), মোঃ আনোয়ার হোসেন (কাপ পিরিচ), ও মোঃ মামুনুর রশিদ (দোয়েল পাখি)।

পাঠাগার ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে উজ্জ্বল চন্দ্র মজুমদার (আলমারি), মোঃ কামাল হোসেন (বই), ও মোঃ কবির হোসেন রাজু (কলম)। সদস্য পদে আবুল হাশেম (আপেল), আব্দুল আহাদ (শাপলা ফুল), তানভির হাসান (উড়োজাহাজ), নূর হোসেন (আঙ্গুর) জখরুপ ইসলাম (কেতলি) মোঃ গিয়াস উদ্দিন মহব্ব (বেলী ফুল), মোঃ ওমর ফারুক (টেবিল), খায়রুল আলম (হাতি), মোঃ ইসমাইল হোসেন (বৈদ্যুতিক ফ্যান), হোসেন সওদাগর (কেচি)।

ইতিমধ্যে রিটার্নিং অফিসার কৃষিবিদ মোঃ মাজেদুল ইসলামের জানিয়েছেন, ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রায়পুর মার্চেন্টস একাডেমি মাঠে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ভোটারদের সুষ্ঠু প্রবেশের জন্য ভোটার ক্রমিকভিত্তিক পাঁচটি লাইন ও পাঁচটি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কক্ষে থাকবে ৮টি গোপন বুথ, যেখানে একসঙ্গে ৪০ জন ভোটার ভোট দিতে পারবেন। সিসি ক্যামেরায় ভোট কক্ষের কার্যক্রম সরাসরি বড় পর্দায় দেখানো হবে প্রার্থীদের এজেন্টদের সামনে।

ভোটের মাঠে শৃঙ্খলা বজায় রাখতে প্রার্থী ও তাদের সমর্থকদের শোডাউন নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী এজেন্টদের তথ্য জমা দেওয়ার শর্ত বেঁধে দেওয়া হয়েছে প্রার্থীদের জন্য।

নির্বাচন ঘিরে অভিযোগেরও শেষ নেই। প্রার্থীদের মধ্যে বিপুল অর্থ ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে ভোট কেনাবেচার শঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন প্রার্থী।

প্রচারণায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে রায়পুরের অলিগলি। বিভিন্ন প্রার্থীর ভিডিও কনটেন্ট, ডিজিটাল প্রচারণাও দেখা গেছে। শহরজুড়ে বেশি চোখে পড়েছে ‘চেয়ার’ এবং ‘আনারস’ প্রতীকের পোস্টার।

চেয়ার প্রতীকের সাইফুল ইসলাম মুরাদ জানিয়েছেন, ভোট নিয়ে তার কোনো শঙ্কা নেই। “নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। অশুভ শক্তিকে প্রতিহত করতে আমরা প্রস্তুত,” বলেন তিনি।

অন্যদিকে, আনারস প্রতীকের ইব্রাহিম খাঁন ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন স্বচ্ছতা, ব্যবসায়ীদের জন্য ঝুঁকিবীমা, আইনি সহায়তা, ব্যাংক ঋণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা বৃত্তি, এমনকি আনন্দ ভ্রমণের।

অপেক্ষা এখন শনিবারের ভোটের। এই ভোটে নতুন নেতৃত্ব পাবে রায়পুর বাজার বণিক সমিতি। সেই নেতৃত্বের হাত ধরে বাজারের ব্যবসায়ী সমাজ কতটা বদলে যাবে—সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে।

রাজু

×