ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

"মব কোনো নতুন কালচার নয়, ৭২ সাল থেকে চলছে": ড. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭, ৫ জুলাই ২০২৫

"মব কোনো নতুন কালচার নয়, বাংলাদেশে ১৯৭২ সাল থেকেই এটি চলছে"—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর মহানগর ও জেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংঘটিত মবের ঘটনায় জামায়াতের অবস্থান জানতে চাইলে ড. শফিকুর রহমান বলেন, “মব কোনো নতুন বিষয় নয়। ৭২ সালে নারীর স্তন কেটে মালা বানিয়ে গলায় পরানো হয়েছিলো—এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে বেঁচে আছে। জীবন্ত মানুষকে কুচিয়ে মারা হয়েছে, সেগুলোও তো মব। তাহলে কি আমরা মব সমর্থন করি? প্রশ্নই আসে না। কোনো নাগরিক নিজ হাতে আইন নেওয়ার অধিকার রাখে না। বিচার বিভাগ ও আইন বিভাগের ওপরই এই দায়িত্ব বর্তায়।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় যেসব অপকর্ম হয়েছে, জনগণ তার বিচার দেখতে চায়। বিচার হলে ভবিষ্যতে আর কেউ সাহস পাবে না। আর যদি বিচার না হয়, তবে অবিচারের সংস্কৃতিতে দেশ একটি জঙ্গলে পরিণত হবে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “নির্বাচন নিয়ে সামনে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। শেখ হাসিনার হাতে সব বাহিনী থাকার পরও ২০২৪-এর জাগরণ থামানো যায়নি। জনগণই হচ্ছে প্রকৃত শক্তি।”

বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Mily

×