ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না

প্রকাশিত: ০৯:৪১, ৫ জুলাই ২০২৫

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না

ছবি: সংগৃহীত

জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ায় ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না—বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’ আয়োজিত এক প্রতীকী তারুণ্যের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার এবং একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

ড. রিপন বলেন, "যে কোনো রাজনৈতিক দল যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই দল স্বাভাবিকভাবে বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনৈতিক পথ বেছে নিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে জড়িয়েছে। তারা শুধু জনগণের নয়, বরং বাংলাদেশের সার্বভৌম অবস্থানেরও বিরোধিতা করেছে। এ কারণেই আওয়ামী লীগ বিলুপ্তির পথে।"

তিনি আরও বলেন, "এই দল নিষিদ্ধ করা হোক বা না হোক, জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না। তাদের ভুল সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।"

শিহাব

×