ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ক্রোম ব্রাউজারে ভয়াবহ নিরাপত্তা ত্রুটি, নিরাপদ থাকতে করণীয়

প্রকাশিত: ১৩:৫১, ৫ জুলাই ২০২৫

ক্রোম ব্রাউজারে ভয়াবহ নিরাপত্তা ত্রুটি, নিরাপদ থাকতে করণীয়

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে ভয়াবহ এক নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। ‘জিরো ডে’ ক্যাটাগরির এই ত্রুটির মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটারে কোড প্রবেশ করিয়ে নজরদারি চালাতে পারে হ্যাকাররা। বিষয়টি গুরত্বের সঙ্গে নিয়েছে গুগল এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ নামের এই ত্রুটিটি শনাক্ত করেছে তাদের নিজস্ব থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। গত ২৫ জুন ত্রুটিটি চিহ্নিত হওয়ার পর একে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয় এবং এখন এর নিরাপত্তা আপডেট তৈরির কাজ চলছে।

গুগল আরও জানিয়েছে, এই ত্রুটির সুযোগ কাজে লাগিয়ে দূরবর্তী অবস্থান থেকে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করানো সম্ভব। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ছবি ও গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক হয়ে যেতে পারে।

ইতোমধ্যে গুগল নিশ্চিত করেছে, কয়েক দিনের মধ্যেই উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য নিরাপত্তা প্যাচ (সিকিউরিটি আপডেট) উন্মুক্ত করা হবে। ব্যবহারকারীদেরকে যত দ্রুত সম্ভব সেই আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞরা বলছেন, জিরো ডে ধরনের ত্রুটিগুলো সাধারণত সফটওয়্যারের এমন দুর্বলতা যা হ্যাকাররা নিরাপত্তা প্যাচ আসার আগেই কাজে লাগাতে পারে। এ কারণে ত্রুটির সমাধান আসার আগ পর্যন্ত ব্যবহারকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর বরাতে জানা গেছে, এই নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

 

সূত্র: গ্যাজেটস ৩৬০

 

রাকিব

আরো পড়ুন  

×