
ছবি: সংগৃহীত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের বিভাগীয় জনসভা। সেই জনসভার মাঠ পরিষ্কার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে জামায়াতের নেতাকর্মীরা।
শনিবার সকালে জনসভা মাঠ পরিষ্কারের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান। তিনি নিজ হাতে ময়লা পরিষ্কারের মাধ্যমে এ পরিষ্কার অভিযান শুরু করেন। পরে জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠ পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান বলেন, ‘পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী জনসভার পরের দিন পরিষ্কার করা হবে মাঠ। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে মাঠ পরিষ্কার করা হচ্ছে। আমরা মাঠ ব্যবহার করে জনসভা করেছি। এখন পূর্বের মতো মাঠ ব্যবহারের উপযোগী করে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেননা এই ঐতিহ্যবাহী মাঠ জিলা স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও নানান ধরনের পেশাজীবী মানুষ ব্যবহার করে। যত দ্রুত মাঠ ব্যবহারের উপযোগী করা হবে ততই ভালো।’
তিনি আরও বলেন, এই মাঠ পরিষ্কারে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়েছে, আজকেই পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। এদিকে দ্রুত মাঠ পরিষ্কার করায় জামায়াতের প্রশংসা করেছে জিলা স্কুল মাঠে খেলতে আসা শিক্ষার্থীরা।
রাকিব