ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ

সকল বিভেদ-বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ৫ জুলাই ২০২৫

সকল বিভেদ-বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে উল্টোরথ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ বলেছেন, সকল বিভেদ, সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই।

তিনি বলেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করব। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমুখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করব।

শনিবার (০৫ জুলাই) বিকালে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে উল্টোরথ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতম দাশ আরও বলেন, আমাদের হচ্ছে দেহরথ, আমরা তার সারথি। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে সকল ধর্ম, সকল মতের মানুষ, সকল সম্প্রদায় একসাথে মিলে মিশে বসবাস করে। আমরা এ দেশে আমাদের অধিকার, সাম্য ও ন্যায়বিচারের মাধ্যমে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারিনি।

আমি সরকারের প্রতি আহ্বান জানাব, যেন আমরা আমাদের ধর্ম, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ দিয়ে এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটি ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে পারি। সেই জন্য আমাদের হিন্দু, মুসলিমসহ সবাই এই বাংলাদেশের এক সূতায়, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভানুগাছ কেন্দ্রীয় দুর্গাবাড়ির সভাপতি প্রমেশ পাল, সাধারণ সম্পাদক ভুষণ দেব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুর্গাবাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে হাজারো ভক্ত রথ টেনে নিয়ে যান। উল্টোরথ দুর্গাবাড়ি থেকে বের হয়ে শহর ঘুরে আবার দুর্গাবাড়িতে এসে শেষ হয়।

এদিকে উল্টোরথ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পৃথক আরেকটি রথ বের করে।

ইমরান

×