ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সবজি বাগানের আড়ালে গাঁজা চাষ, চাষি আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৯:৫১, ৬ জুলাই ২০২৫

সবজি বাগানের আড়ালে গাঁজা চাষ, চাষি আটক

ছবি: জনকণ্ঠ

রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের আড়ালে গাঁজার গাছ চাষ ও বিক্রির অভিযোগে শরিফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

রবিবার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে শরিফুলকে হাতেনাতে আটক করা হয়। তার সবজি বাগান থেকে ৩টি সতেজ গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এসব গাছের মোট ওজন প্রায় ৫ কেজি এবং বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, শরিফুল ইসলাম নিজ বাড়ির পূর্ব পাশে সবজি বাগানের মধ্যে গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে গোপনে চাষ করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শহীদ

×