ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি

জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করলে প্রয়োজনে সাংবাদিকদের কাছে ডকুমেন্টস সরবরাহ করা হবে

প্রকাশিত: ০০:০১, ৭ জুলাই ২০২৫; আপডেট: ০০:০২, ৭ জুলাই ২০২৫

জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করলে প্রয়োজনে সাংবাদিকদের কাছে ডকুমেন্টস সরবরাহ করা হবে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে যেকোনো ধরণের বিকৃতির অপচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ফরহাদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই ইতিহাস বিকৃতির অপচেষ্টা কখনোই সফল হবে না, ইনশাআল্লাহ।

নিজের ফেসবুক স্ট্যাটাসে ফরহাদ লেখেন, "আমাদের কোনো দাবি বা বর্ণনার বিপরীতে যদি কেউ ভিন্ন কিছু দাবি করে, প্রয়োজনে সাংবাদিকদের কাছে আমরা তাদের জন্য পর্যাপ্ত ডকুমেন্টস সরবরাহ করব, ইনশাআল্লাহ।"

তবে ফরহাদ ব্যক্তিগত আলাপচারিতা, চ্যাট কিংবা অন্যান্য ডকুমেন্টস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘোর বিরোধী। তিনি বলেন, "ব্যক্তিগত আলাপ, চ্যাট এবং অন্যান্য ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পক্ষপাতী নই।"

এই অবস্থান তার নেতৃত্বের প্রতি দৃঢ়তা ও দায়িত্বশীলতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আসিফ

×