
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে কাঁদতে কাঁদতে মুম্বাই বিমানবন্দর ছাড়তে দেখা গেছে। রোববার (৬ জুলাই) সন্ধ্যায় কালো পোশাক ও কালো সানগ্লাসে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও, উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায় তার অশ্রুসিক্ত মুখ ধরা পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের এড়িয়ে দ্রুত বিমানবন্দরের প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছেন নোরা। এক ভক্ত সেলফির অনুরোধ করলেও, তিনি তা উপেক্ষা করেন। ধারণা করা হচ্ছে, তিনি আন্তর্জাতিক কোনো ফ্লাইটে দেশ ছাড়ছিলেন।
সাধারণত ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল থাকা নোরার এমন আবেগঘন দৃশ্য ভক্তদের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছে। ভিডিওটির নিচে অনেকেই মন্তব্য করেছেন তার প্রতি সহানুভূতি জানিয়ে।
একজন লিখেছেন, “তিনি কাঁদছেন কেন?”—আরেকজন মন্তব্য করেন, “উনি মানুষ, তারও অনুভূতি আছে। জানি না কী হয়েছে, তবে কেউ যেন তাকে নিয়ে বিচার না করেন।” আরেকজন লিখেছেন, “দয়া করে ট্রল বন্ধ করুন। শুনেছি তার খুব কাছের কেউ মারা গেছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। সম্মান দেখান।”
যদিও নোরা এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”— যা সাধারণত কোনো মৃত্যুসংবাদে মুসলিমরা বলেন। এতে ধারণা করা হচ্ছে, প্রিয় কারো মৃত্যুর খবর পেয়ে তিনি এভাবে বিমর্ষ হয়ে পড়েছেন।
শিহাব