ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই!

প্রকাশিত: ১৪:৫৭, ৭ জুলাই ২০২৫

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই!

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত এবার এমন এক নতুন ধরণের গোল্ডেন ভিসা চালু করেছে, যার জন্য ব্যবসা বা সম্পত্তিতে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন নেই; বরং এটি মনোনয়ন-ভিত্তিক, যা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

আগে যেখানে অন্তত ২ মিলিয়ন দিরহাম বিনিয়োগ করতে হতো, এখন মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিলেই এই ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। ভিসা পাওয়া ব্যক্তিরা পরিবারসহ দুবাইতে বসবাস, ব্যবসা ও পেশাদার কাজের সুযোগ পাবেন, এমনকি গৃহকর্মী ও গাড়িচালকও রাখতে পারবেন।

রায়াদ গ্রুপের মাধ্যমে পরিচালিত এই ভিসা প্রক্রিয়ায় আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড, অপরাধমূলক রেকর্ড ও সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করা হবে, যাতে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি, সংস্কৃতি ও পেশাদার খাতে তারা কীভাবে অবদান রাখতে পারেন, তা মূল্যায়ন করা যায়। আবেদন করা যাবে ওয়ান ভাস্কো সেন্টার, রায়াদের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল বা নির্ধারিত কল সেন্টারের মাধ্যমে।

শিহাব

আরো পড়ুন  

×