ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মাছকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর অপরাধে পুকুর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৯:৫৬, ৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫৬, ৭ জুলাই ২০২৫

মাছকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর অপরাধে পুকুর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

"জয়পুরহাটে জীবন্ত মুরগির বাচ্চা, মরা মুরগি ও পচা ডিম ব্লেন্ড করে অভিনব মাছের খাবার তৈরি করে খাওয়ানো হচ্ছে মাছকে" এমন শিরোনামে গত ২৪ জুনে একটি নিউজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হওয়ার পর প্রশাসনের নজরে আসলে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে পুকুর মালিকের ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ জুলাই) বিকেলে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার পশ্চিম দুর্গাপুরে ওই পুকুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।এসময় সাথে ছিলেন ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদ চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হোসেন শাহ।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসিফ আল জিনাত বলেন, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ১২ ধারায় অপরাধ করায় ওই পুকুর মালিকের বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

উল্লেখ্য, গত ২৪ জুনে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় “জীবন্ত মুরগি বাচ্চা ও নষ্ট ডিম খাওয়ানো হচ্ছে মাছকে, এতে পরিবেশদূষণ ও দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা” এরকম একটি প্রতিবেদন প্রচার হলে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে আজ সরেজমিনে গিয়ে প্রমাণ পাওয়ায় এসব জরিমানা করা হয়।

আফরোজা

×