ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী নকিবুল হুদা

নির্বাচনের মাধ্যমে ন্যায়ের সমাজ গড়তে চাই

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০১:২৯, ১০ জুলাই ২০২৫

নির্বাচনের মাধ্যমে ন্যায়ের সমাজ গড়তে চাই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আইয়ুবপুর ইউনিয়ন শাখার আয়োজনে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

মঙ্গলবার (৮ জুলাই) বি‌কে‌লে বাংলাদেশ জামায়াতে ইসলামী আইয়ুবপুর ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার বাঁশগাড়ী মোড় থেকে আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

আইয়ুবপুর  ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।

প্রধান আলোচক ছিলেন উপজেলা আমির কাজী মোহাম্মদ আবুল বাশার, বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জাকা‌রিয়া ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, “আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণ ইসলামী নেতৃত্বকে বিজয়ী করবে। আমরা অতীতে কোনো বাধায় দাওয়াতি কাজ থামাইনি, আগামীতেও থামব না। বাঞ্ছারামপুরের জনগণ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ সেই পরিবর্তন আমরা ইসলাম ও ন্যায়ের আলোকে আনব। এই নির্বাচনের মাধ‌্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার হবে।”

মাওলানা মোহাম্মদ জাকারিয়া বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় নির্যাতিত হয়েছি। অনেকে বিনা কারণে বছরের পর বছর কারাগারে থেকেছে, মামলা-হামলার শিকার হয়েছে। কিন্তু সত্য ও ন্যায়ের পথে আমাদের দাওয়াতি কাজ ক‌রে‌ছি।”

কাজী মোহাম্মদ আবুল বাশার বলেন, “ফ্যাসিস্ট সরকারের নির্যাতন আমাদের থামাতে পারেনি। আমরা শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং এই দাওয়াতের কাজ আমাদের রক্ত দিয়ে হলেও চালিয়ে যাব।”

 

রাজু

×